![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252F55640881-c377-4c0c-8c2c-ede2b3466ec6%252FLiton_reacts_after_his_50_runs___2.jpg%3Frect%3D0%252C0%252C3870%252C2177%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
লিটনের ক্যারিয়ার সর্বোচ্চ ৮৫ রানের পরও সিলেটের কাছে হার কুমিল্লার
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭
১৭৮ রানের লক্ষ্য। ৯ ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২ উইকেটে ৫৭ রান। লিটন দাস অপরাজিত ২৬ বলে ২২ রান করে। যে ম্যাচটা জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত হবে, সেই ম্যাচে কুমিল্লার এমন ব্যাটিং দেখে অবাক হওয়ারই কথা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পরের ওভারটিতেই গা ঝাড়া দিল বর্তমান চ্যাম্পিয়নরা। আরিফুল হকের করা ওই ওভারে ২২ রান নিল কুমিল্লা। ১ ছক্কা, ৩ চার ও ২টি ডাবলে ২২ রানই নিলেন লিটন। এক ঝটকায় ২৬ বলে ২২ থেকে ৩২ বলে ৪৪ হয়ে গেল লিটনের রান। পরের ওভারের শেষ বলে লিটন পেয়ে কুমিল্লা ওপেনার পেয়ে গেলেন এবারের বিপিএলের নিজের দ্বিতীয় ফিফটি।