শুষ্ক মৌসুমে নখ ভালো রাখার পন্থা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭

শীত শেষ। তবে প্রকৃতিতে শুষ্কতা এখনও কমেনি। শুষ্ক মৌসুমে ত্বকের চুলকানি, চুলের সমস্যা যেমন- খুশকি, চুল পড়া, আগা ফাটা ইত্যাদি সমস্যা দেখা দেয়।


পাশাপাশি নখের বৃদ্ধি, ভঙ্গুরতা ও ফাটা ভাবের মতো সমস্যাও হয়।

ত্বক ও চুলের পাশাপাশি শুষ্ক এই মৌসুমে নখের যত্নের প্রতি মনোযোগ দেওয়া উচিত। অন্যথায়, নির্জীব নখ হাতের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।


এই বিষয়ে হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় ‘অ্যাস্থেটিক ক্লিনিক্স’য়ের ত্বক বিশেষজ্ঞ এবং ত্বক সার্জন ডা. রিংকি কাপুর বলেন, “শীতের মতো শুষ্ক মৌসুমে নখ প্রাণবন্ত রাখা বিষয়টা স্বপ্নের মতো মনে হতে পারে। এই সময় নখ ফাটা, ভঙ্গুরতা, শুষ্কতা দেখা যায়। তাই দেখতে নির্জীব লাগে।”


তাছাড়া এই সময় অনেকেরই নখ ভাঙার প্রবণতা বৃদ্ধি পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও