You have reached your daily news limit

Please log in to continue


২২ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভারতীয় তারকা ক্রিকেটারের

আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ভারতের জার্সিতে তাঁর ক্যারিয়ার শুরু। অভিষেকের পর থেকে যেমন রানের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনি রেকর্ড বইয়ের পাতাও ওলটপালট করে দিচ্ছেন তিনি।

রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে জয়সওয়াল করেছেন মাত্র ১০ রান। গতকাল তৃতীয় দিনে যখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে, তখন শুরুটা করেছেন রয়েসয়ে। প্রথম ৭৩ বলে করেন ৩৫ রান। এরপর থেকে যেন সীমিত ওভারের ক্রিকেটের মতো ব্যাটিং করা শুরু করলেন। ২৭তম ওভারের শেষ তিন বলে জেমস অ্যান্ডারসনকে ৬,৪,৪—১৪ রান করে ‘জয়সবলের’ এক ঝলক দেখালেন। যেখানে ‘জয়সবল’ শব্দটা পরিচিতি পেয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি জয়সওয়াল এই রাজকোটেই তুলে নেন ১২২ বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন