You have reached your daily news limit

Please log in to continue


ফরমাশ ছাড়াই পাচ্ছিলেন পণ্য

অনলাইনে ফরমাশ দেননি, অথচ আপনার দরজায় একের পর এক পণ্য আসতে শুরু করেছে! তখন আপনার মনের অবস্থা কী হবে? এ জন্য যদি ক্রেডিট কার্ডে একের পর এক চার্জের ডিজিট বসতে থাকে? নিশ্চয় বিষয়টা চিন্তারই। ছয় মাস ধরে এমনই ঘটনার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা।

ওই ব্যক্তির নাম জন দিফিওরে। তিনি ক্যালিফোর্নিয়ার উডসাইড শহরে বসবাস করেন। তাঁর কাছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মোড়কে বিভিন্ন সময় পণ্য আসতে থাকে। এসব পণ্যের তালিকায় স্ক্রু থেকে শুরু করে সোফা পর্যন্ত ছিল।

দিফিওরে বলেন, ছয় মাস আগে প্রথম তাঁর ঠিকানায় একটি খামে করে দুটো স্ক্রু আসে। এতে গ্রাহকের নামের স্থানে ডেনিয়েল উইলিয়ামস লেখা ছিল। তখন তিনি ভেবেছিলেন, এই নামে হয়তো নতুন প্রতিবেশী এসেছেন, পণ্যটি তাঁর। তবে আশপাশে তিনি এই নামের কাউকে পেলেন না। একপর্যায়ে তিনি পার্শ্ববর্তী লা হোন্ডা শহরে ডেন উইলিয়াম নামের একজনকে খুঁজে পান। তবে ওই ব্যক্তি জানিয়ে দেন, তিনি এমন কোনো পণ্যের ফরমাশ দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন