এ সময়ে চিন্তা জলবসন্তের
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪
এ সময় চিকেন পক্স বা জলবসন্ত একটি পরিচিত ও ছোঁয়াচে রোগ। ভ্যারিসেলা জস্টার নামের ভাইরাস থেকে এই রোগ হয়। নবজাতক ও ক্ষেত্রবিশেষ প্রাপ্তবয়স্করা আক্রান্ত হলে রোগটির তীব্রতা বেশি হয়। এমনকি মৃত্যুর আশঙ্কাও থাকে। এমনিতে রোগটি নিজে নিজেই সেরে যায়। তবে ভাইরাসটি রোগীর দেহে সুপ্তাবস্থায় থেকে যায় এবং আবার সক্রিয় হয়ে হারপিস জাস্টার রোগের সৃষ্টি করে।
কীভাবে ছড়ায়
আক্রান্ত শিশু বা ব্যক্তির সংস্পর্শে এলে, আক্রান্ত শিশুর থুতু, হাঁচি ও কাশির মাধ্যমে এবং তাদের ব্যবহৃত সামগ্রীর মাধ্যমে অন্যদের মধ্যে ছড়ায়। গর্ভবতী মা প্রথম তিন মাসের মধ্যে আক্রান্ত হলে গর্ভের শিশুও আক্রান্ত হতে পারে। শিশু প্রসব হওয়ার এক সপ্তাহ আগে ও পরে মা আক্রান্ত হলে নবজাতকের জলবসন্ত হতে পারে।