![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252F0587dc23-2b6d-41ba-b84b-93655f41f521%252FTAS_4430.jpg%3Frect%3D0%252C84%252C5548%252C3121%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘সেই সাগরিকা আর এই সাগরিকার মধ্যে পার্থক্য অনেক’
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৬
পুরস্কারের ভারে রীতিমতো নুয়ে পড়ছিলেন মোসাম্মাৎ সাগরিকা। দেশের নারী ফুটবলের হালের চমক। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় আবিষ্কার। টুর্নামেন্ট শেষ হওয়ার পর আজ সাগরিকার হাতে তুলে দেওয়া হলো দুটি পুরস্কার—টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা।
ফাইনালে যোগ করা সময়ে তাঁর গোলেই সমতা ফিরিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়েছিল বাংলাদেশ। এরপর সেই মহানাটক। ম্যাচ কমিশনারের টস-কাণ্ড, এক দলের মাঠ ছেড়ে যাওয়া ও আরেক দলের বসে থাকা মিলিয়ে উত্তেজনা, অচলাবস্থা, এরপর বাংলাদেশ ও ভারত দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা। কিন্তু এত কিছুর মধ্যেও সাগরিকার পারফরম্যান্সের মাহাত্ম্য এতটুকু কমেনি।