![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/1100x617x1/uploads/media/2024/02/18/29cfa0e17b295e93211a0ec89a846f73-65d1d7df54ac0.jpg?jadewits_media_id=24308)
‘দলের চেয়ে বউ বড়’ বলে পদ হারালেন বাবলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে উদ্দেশ করে আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তখন তিনি বলেন, ‘এমন একজন আছেন যার কাছে দলের চেয়ে বউ বড়। এ রকম অতিরিক্ত মাংসপিণ্ড আমাদের দরকার নেই।’
দলের চেয়ারম্যানকে নিয়ে এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই বাবলাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাকে দলের সকল পদ থেকে অব্যাহতির বিষয়টি জানায় জাতীয় পার্টি।
দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মুহমুদ আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যন জি এম কাদের গঠণতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে দলের কো-চেয়ারম্যানসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।
যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানিয়েছেন মাহমুদ আলম।