![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252F4b7536e1-8232-4e00-aae5-7e02bece22f8%252FAbahani_Football_team.jpeg%3Frect%3D0%252C0%252C1280%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
আরেকটি ড্র, আবাহনীর হলোটা কী
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও পয়েন্ট হারিয়েছে আবাহনী লিমিটেড। আজ গোপালগঞ্জে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি আকাশি নীলেরা। মাঠ ছেড়েছে ২-২ গোলে ড্র নিয়ে। একই দিনে পয়েন্ট হারিয়েছে মোহামেডানও। ময়মনসিংহে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাদা–কালোরা।
এই ড্রয়ে লিগ টেবিলে মোহামেডানের পয়েন্ট ৮ ম্যাচে ১৬। সমান ম্যাচে আবাহনীর ১৪। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২১। ১৮ ম্যাচের লিগের আট রাউন্ড শেষে নিকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে কিংস এখন ৫ পয়েন্টে এগিয়ে। আবাহনী-মোহামেডানের আজকের ড্রয়ে লাভ হলো বর্তমান চ্যাম্পিয়নদেরই।