সাদারল্যান্ডের রেকর্ড ২১০, এক ইনিংসে অস্ট্রেলিয়ার দুই রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১
অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড দ্বিশতক, অ্যালিসা হিলির ৯৯ রানের ইনিংসে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড স্কোর গড়েছে অস্ট্রেলিয়ার নারী দল। ১ উইকেট বাকি থাকতে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছে তারা। মেয়েদের টেস্টে এখন এটিই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ স্কোরও ছিল অস্ট্রেলিয়ারই, ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানেই অলআউট করে দেওয়ার পর ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়াও। সেখান থেকে বেথ মুনিকে নিয়ে দলকে টেনে তোলেন হিলি। মুনির সঙ্গে ১৫৫ রানের পর সাদারল্যান্ডের সঙ্গে হিলি তোলেন আরও ৮২ রান। হিলি নিজে অবশ্য পুড়েছেন ১ রানের আক্ষেপে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- নারী ক্রিকেট দল
- নারী ক্রিকেটার