ব্যবহাকারীর ‘আসক্তি বাড়াচ্ছে’ টিন্ডারের মালিক কোম্পানি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩
টিন্ডারের মালিক কোম্পানি ম্যাচ গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, টিন্ডার, হিঞ্জ ও দ্য লিগের মতো ডেটিং অ্যাপগুলো ব্যবহারকারীর আসক্তি বাড়ানোর উদ্দেশ্যে বানিয়েছে কোম্পানিটি।
মামলার বাদী পক্ষ একে ক্লাস অ্যাকশন মামলা হিসাবে গ্রহন করার আবেদন করেছে। ‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও বাদী জয়ী হলে মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
বুধবার দায়ের করা এ মামলায় আরও উল্লেখ রয়েছে, এ প্রক্রিয়া অবলম্বন করে কোম্পানিটি সম্পর্ক তৈরিতে সহায়তা করার চেয়ে আর্থিক লাভই বেশি তুলছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মামলা
- আসক্তি
- ডেটিং অ্যাপ টিন্ডার