৬৪ ঘরের দুনিয়ায় প্রণবরা পারলেও ফাহাদরা কেন পারেন না

প্রথম আলো প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

ছেলের খেলা তখনো শেষ হয়নি। বাইরে দাঁড়িয়ে অপেক্ষায় বাবা। উদ্বেগ তেমন ছিল না তাঁর মনে। জানতেন ছেলে জিতেই দিনের খেলা শেষ করবে। ১৭ বছর বয়সী ছেলে প্রণব ভেংকটেশের ওপর বাবা মাদিয়ালা ভেংকটেশের এমনই আস্থা। চেন্নাইয়ের বাসিন্দা বাবা-ছেলেকে দিন কয়েক আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাওয়া গেল পল্টনে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে, যেখানে চলছিল প্রিমিয়ার দাবা লিগ।


প্রণব ২০২১ সালে প্রথমবার ঢাকায় আসে শেখ রাসেল গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট খেলতে। তখন সবে সে আন্তর্জাতিক মাস্টার হয়েছে, বয়স ১৫ পূর্ণ হয়নি। পরের বছর ২০২২ সালে আসে ঢাকা প্রিমিয়ার দাবা লিগে শাহীন চেস ক্লাবের পক্ষে খেলতে। তখনো গ্র্যান্ডমাস্টার হয়নি। সে বছরই আগস্টে রোমানিয়ার লিমপেদিয়া কাপে তৃতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ হয়ে যায় তার। মাত্র ১৫ বছর ১০ মাস বয়সে ভারতের ৭৫তম গ্র্যান্ডমাস্টার হয় কিশোর প্রণব। ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়াটা যে অনেক বড় ব্যাপারই। নিজের দাবা প্রতিভাকে ৬৪ ঘরে সাফল্যে রূপান্তরিত করে প্রণব আজ ভারতীয় দাবায় উজ্জ্বল মুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও