কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ম্যাপসের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

গুগল ম্যাপস ব্যবহার করে সহজে গন্তব্যের দূরত্বসহ পথের নির্দেশনা জানা যায়। এমনকি রাস্তায় ট্রাফিক পরিস্থিতিসহ গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। বিনা মূল্যে এ সুবিধা পাওয়া গেলেও সার্চ করা তথ্যসহ ব্যবহারকারীদের গন্তব্যের সব তথ্য সংরক্ষণ করে থাকে গুগল ম্যাপস। তবে চাইলেই গুগল ম্যাপসের ‘ইনকগনিটো’ মোড ব্যবহার করে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা সম্ভব। গুগল ম্যাপসে ইনকগনিটো মোড চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।


ইনকগনিটো মোড চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করে ফিডের ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। একটি পপআপ বক্স চালু হবে। সেখানে প্রদর্শিত অপশন থেকে ‘টার্ন অন ইনকগনিটো মোড’ অপশনটি নির্বাচন করতে হবে। এর কিছু সময় পর গুগল ম্যাপসে নতুন একটি ফিড দেখা যাবে। নতুন ফিডে সার্চ ইতিহাস সংরক্ষণ না করার একটি বার্তা প্রদর্শনের পাশাপাশি ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবির জায়গায় ইনকগনিটো মোড আইকন দেখা গেলে বুঝতে হবে ইনকগনিটো মোড চালু হয়ে গেছে।। ইনকগনিটো মোড বন্ধের জন্য ওপরে থাকা ইনকগনিটো আইকনে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশন থেকে ‘টার্ন অফ ইনকগনিটো মোড’ নির্বাচন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও