![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252F3d8faca4-4b73-4300-8183-164600b85105%252Fstarc_and_healy_99.jpg%3Frect%3D0%252C0%252C4096%252C2304%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
স্বামী স্টার্কের ৯৯, স্ত্রী হিলিরও
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬
একজন পেসার। অন্যজন উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেটার হলেও নিজ নিজ দলে ভূমিকাটা দুজনের আলাদা। ক্রিকেটের অন্যতম বিখ্যাত দম্পতি মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির মধ্যে অন্তত সে ভূমিকার দিক দিয়ে কোনো মিল নেই।
তবে একটা জায়গায় গতকাল মিলে গেলেন তাঁরা। তাতে আক্ষেপটা বাড়ল কি না, সে আলোচনাও উঠে আসে তাই।
পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে গতকাল ৯৯ রানে আউট হয়ে গেছেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিলি। ডেলমি টাকারকে ফিরতি ক্যাচ দিয়ে থেমেছেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে ৭৬ রানে অলআউট করে দেওয়ার পর ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে বেথ মুনিকে নিয়ে দলকে টেনে তোলেন হিলি। প্রথম দিন শেষে ১৭৫ রানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।