কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইঁদুরের খাঁচার ওপর জুতা

কিছু মানুষের থাকে বিচিত্র সব ভাবনা আর অদ্ভুত সব সৃষ্টি। তাঁদের কোনো কোনো কাণ্ড দেখলে যে কারও মধ্যে প্রশ্নের উদ্রেক হতে পারে, ‘এটা আসলে কী ধরনের কাজ! এটা করার অর্থ কী?’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় একজোড়া জুতার নকশার দৃশ্যে এমনই প্রশ্নের উদয় হয়েছে। প্রযুক্তির কল্যাণে যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একজন ওই ভিডিওটি পোস্ট করেন। এতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় এক নারী উঁচু খুরার (হাই হিল) জুতা পরে দাঁড়িয়ে আছেন। তাঁর জুতার খুরা দুটি খাঁচার আদলে বানানো, যার মধ্যে একটি করে ইঁদুর রাখা। দেখে মনে হচ্ছে, লোহার শিকের খাঁচায় দুটি জ্যান্ত ইঁদুর বন্দী করে রাখা হয়েছে। তবে ভিডিওটি কয়েকবার পরখ করলে বোঝা যায়, এগুলো আসল নয়, নকল ইঁদুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন