ভারতজুড়ে ধর্মঘটে কৃষকরা
ভারতজুড়ে চলছে কৃষকদের ‘গ্রামীণ ভারত বন্ধ’। এই সময়ে দেশজুড়ে কৃষকদের ভোট ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাষাবাদ এবং কৃষি সংক্রান্ত সব ধরণের কর্মকাণ্ড বন্ধ রাখতে এবং সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিতে বলা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশ পেয়েছে।
তিন বছর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত তিনটি আইন বাতিলের দাবিতে কয়েক মাস ধরে বৃহৎ পরিসরে কৃষকদের তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সে সময়ে অনেক কৃষকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এবার সেইসব মামলা প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা এবং সব কৃষি ঋণ মওকুফের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কৃষক
- ধর্মঘট