চালানোর লোক নেই, কাজে আসছে না কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ডগুলো
কৃষকদের আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ও পূর্বাভাস জানাতে জয়পুরহাটের ৩২টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড।
লাখ লাখ টাকা খরচ করে নির্মাণ করা এই ডিসপ্লে বোর্ড এখন কোনো কাজেই আসছে না। ফলে আবহাওয়ার পূর্বাভাস জানতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
সংশ্লিষ্টরা বলছেন, হাতে ঘুরিয়ে তথ্য ঠিক করার ম্যানুয়েল সিস্টেম এবং কৃষি কর্মকর্তাদের সঠিক প্রশিক্ষণের অভাবেই প্রায় অর্ধযুগ ধরে অকেজো পড়ে আছে এসব কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড।
অথচ বোর্ডগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে একদিকে যেমন এগিয়ে যাবে গ্রামীণ জনপদের কৃষিভিত্তিক অর্থনীতি; অন্যদিকে আবহাওয়ার আগাম বার্তায় উপকৃত হতেন সব শ্রেণি পেশার মানুষ।
কৃষি সার্ভিস তথ্য (এআইএস) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সরকার ২০১৭ সালে ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প’ গ্রহণ করে। প্রকল্পের আওতায় দেশের চার হাজার ৫১টি ইউনিয়ন ভবনে কৃষি আবহাওয়া তথ্য বোর্ড ও রেইন গজ, ৪৮৭টি উপজেলায় কিয়স্ক (একটি ছোট, অস্থায়ী, একক বুথ, যার মধ্যে একটি টাচ স্ক্রিন আছে) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়।