![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-02%252F233c5e47-dc5b-45a1-a948-c1252817cb4b%252F250A8388.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
যত্ন নেওয়ার পরও বাচ্চার দাঁতে ক্যাভিটি হচ্ছে ?
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭
শিশুর দাঁতের যত্নে আপনি হয়তো বেশ সতর্ক। শিশু নিয়ম করে দুই বেলা ব্রাশ করছে কি না, সেদিকে যেমন খেয়াল রাখেন, তেমনি চকলেট-আইসক্রিমের বায়নাও মেটান না খুব একটা। এত সতর্কতার পরও যখন শিশু দাঁতের ব্যথায় ভোগে, ক্যাভিটি হয় (সাধারণভাবে যাকে বলে ‘পোকাধরা’), তখন নিশ্চয়ই ভেবে পান না, কেন এমন হলো?
ঢাকা ডেন্টাল কলেজের সাবেক পরিচালক ও অধ্যক্ষ ডা. এস এম ইকবাল হোসেন বলেন, ‘আমাদের প্রত্যেকের মুখে স্বাভাবিকভাবেই কিছু জীবাণু বাস করে। এমনিতে এসব জীবাণু ক্ষতিকর নয়। কিন্তু মুশকিল হলো, দাঁতের ফাঁকে খাবারের অংশ আটকে থাকলে এই জীবাণুরা সেই খাবার থেকে তৈরি করে অ্যাসিড। এই অ্যাসিড দাঁতের জন্য ক্ষতিকর। ক্যাভিটির মতো সমস্যার সূত্রপাত হয় এখান থেকেই। তাই দাঁত পরিষ্কার রাখতেই হবে। তাহলেই আর ক্যাভিটির ভয় থাকবে না।’