You have reached your daily news limit

Please log in to continue


আসবাব যেভাবে অফিসের কাজে প্রভাব ফেলে

 একটা সময় অফিসের জন্য বেছে নেওয়া হতো কাঠের ভারিক্কি আসবাব। বড়বাবুর জন্য থাকত বাঁকা হাতওয়ালা চেয়ার। আসবাবের রংও কাঠের রঙেই রাখা হতো বেশি। তবে এখন অফিসের আসবাব করা হচ্ছে থিমনির্ভর। ব্যবহৃত হচ্ছে উজ্জ্বল রং। গবেষণা বলছে, উজ্জ্বল রঙে অফিসের পরিবেশে আসে কর্মচাঞ্চল্য ভাব।

অফিসের ব্র্যান্ডের কোনো নির্দিষ্ট রং থাকলে আসবাবে সেটিও দেখা যাচ্ছে। আজকের দিনে অফিস আসবাবের উপকরণ হিসেবে কাঠের ব্যবহার নেই বললেই চলে। বরং মেলামাইন লেমিনেটেড বোর্ড এখন জনপ্রিয়। অফিসের ধরন, আয়তন এবং কর্মীদের প্রয়োজন অনুযায়ী এই বোর্ড দিয়ে তৈরি করিয়ে নেওয়া যায় নানা নকশার আসবাব। রঙেও আনা যায় বৈচিত্র্য। আর এসব বোর্ড টেকসইও বটে। এমনটাই বলছিলেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির স্বত্বাধিকারী স্থপতি তাসনিম তূর্যি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন