বলা হতো ‘গোল্ডম্যান’, কত কেজি সোনা রেখে গেছেন বাপ্পি লাহিড়ী
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩
সানগ্লাসে ঢাকা চোখ। ঘাড় পর্যন্ত চুল। গলায় নানা রকমের সোনার চেইন। হাতে একাধিক সোনার ব্রেসলেটও চোখে পড়ার মতো। মুখে সব সময় হাসি। সব মিলিয়ে সংগীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ীর কথা বললে এমন একটা চেহারাই ভেসে ওঠে। অন্য রকম, সহজেই নজর কাড়তেন।
‘আই অ্যাম আ ডিসকো ড্যান্সার’ গান শোনেননি, এমন সংগীতপ্রিয় মানুষ পাওয়া যাবে না। এমনকি ‘চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখ না, কভি অলবিদা না কেহ না’ হিন্দি গানের পাশাপাশি বাংলা সিনেমা ‘অমরসঙ্গী’র ‘চিরদিনই তুমি যে আমার’সহ অসংখ্য শ্রোতৃপ্রিয় গানের জন্ম দিয়েছেন বাপ্পি লাহিড়ী। ভারতের মতো বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন বাপ্পি লাহিড়ী। তিনি জাগতিক ভ্রমণ শেষ করেছেন ২০২২ সালেই এই দিনে, ১৫ ফেব্রুয়ারি। ২০২২ সালেই ১৫ ফেব্রুয়ারি তিনি মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন—৬৯ বছরের পথচলা শেষ হয় তাঁর।