‘সাকিব চোখে না দেখেও বোলিং করতে পারবে’
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭
খবরটা জানতেন না জিমি নিশাম—বিপিএলে রংপুর রাইডার্সে নিশামের সতীর্থ সাকিব আল হাসান খেলছেন চোখের সমস্যা নিয়ে। তবু সর্বশেষ তিন ম্যাচে সাকিবের রান ৩৪, ২৭ ও ৬৯। এই তিন ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা ৩, ২ ও ২। চোখের সমস্যা নিয়ে এমন অলরাউন্ড পারফরম্যান্স করা যায় নাকি—আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের অনুশীলন শেষে খবরটা শোনার পর নিশামের চোখে–মুখে খেলা করছিল প্রশ্নটি।
বেশ বিস্ময় নিয়ে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার বললেন, ‘গত ম্যাচে দেখে তো মনে হয়েছে, উল্টো তাকে সাহায্য করছে। হয়তো এক চোখে খেলাই তার জন্য সহজ (হাসি)। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখে কী সমস্যা। এই প্রথম আমি খবরটা শুনলাম। সে যা–ই করছে, তা-ই করতে থাকুক। কারণ, এটা কাজে দিচ্ছে (হাসি)।’ পরে বললেন, ‘সে যদি চোখে না–ও দেখে, তারপরও বোলিং করতে পারবে। তাতেও সে ভালো করবে।’
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- বোলিং
- সাকিব আল হাসান
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে