দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবনতি কেন
সদ্য বিদায়ি ২০২৩ সালের দুর্নীতির ধারণাসূচক (করাপশন পারসেপশন ইনডেক্স-সিপিআই) প্রকাশ করেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। বিশ্বের ১৮০টি দেশের দুর্নীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩০ জানুয়ারি প্রকাশিত সিপিআই রিপোর্ট ২০২৩-এর শুরুতে বলা হয়েছে, ‘The 2023 Corruption Perception Index (CPI) shows that corruption is thriving across the world. The global trend of weakening justice systems is reducing accountability for public officials, which allows corruption to thrive’, যার অর্থ দাঁড়ায়-বিশ্বব্যাপী দুর্নীতির প্রসার ঘটছে।
বিশ্বব্যাপী বিচারব্যবস্থাকে দুর্বল করার প্রবণতা সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা হ্রাস করছে, যা দুর্নীতি প্রসারে সহায়ক হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, অধিকাংশ দেশ সরকারি খাতে দুর্নীতি মোকাবিলায় অতি সামান্য থেকে শূন্য অগ্রগতি সাধন করেছে। ১৮০টি দেশের মধ্যে মাত্র ২৮টি দেশ তাদের দুর্নীতি সূচককে উন্নীত করতে সক্ষম হয়েছে এবং ৩৪টি দেশের দুর্নীতি সূচকের অবনতি হয়েছে। রিপোর্টে উঠে আসা বাংলাদেশ সম্পর্কিত তথ্যাদি থেকে জানা যায়, গতবারের তুলনায় দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। কেন এ অবনতি তা পর্যালোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য।