 
                    
                    যে মসজিদে শরীরচর্চা হয়
বিকেল বেলায় মসজিদে (আসর) নামাজ শেষ হয়েছে সবে। কয়েকজন মুসল্লিসহ ইমাম নিজেও সাদা পলো টি-শার্টপরুয়া ক্রীড়া প্রশিক্ষককে ঘিরে সোজা হয়ে দাঁড়ালেন। ইমামের পর এবার প্রশিক্ষকের নির্দেশনা মেনে শরীরচর্চায় ব্যস্ত হয়েছেন সবাই। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আব্দুল হামিদ হাদ মসজিদের ভেতরের দৃশ্য এটি।
মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন বয়স্ক মুসল্লিরা। প্রতিদিন জোহর ও আসরের নামাজের পর টানা ১৫ মিনিট ধরে চলে এই পর্ব। এ সময় প্রশিক্ষকের নির্দেশনা মেনে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করেন তাঁরা।
 
                    
                 
                    
                 
                    
                