ফাগুন হাওয়ার ভালোবাসায় রঙিন হওয়ার দিন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০
শীতের খোলস পাল্টে প্রকৃতি রূপ বদলাতে শুরু করেছে আরও দু’সপ্তাহ আগে। কান পাতলে কংক্রিটের এ নগরেও শোনা যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক। দাখিনা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডগায় ডগায় সবুজাভ নতুন পাতা। বাগানে বাহারি রঙিন ফুল। ভাষা, সুর, ছন্দ বলছে ‘বসন্ত এসে গেছে...।’
পঞ্জিকার হিসাবে শীতের শেষ দিন ছিল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। অবশেষে শীতের রিক্ততাকে আনুষ্ঠানিক বিদায়। রাত পোহালেই পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
যৌবনদীপ্ত বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। আনন্দের এ রঙে নাচে কোটি বাঙালির মন। কমলা, বাসন্তী, হলুদসহ বাহারি রঙের পোশাকের সাজে প্রকৃতির সঙ্গে সেজে ওঠে উৎসবপ্রেমীরাও। সর্বত্র ছড়িয়ে পড়ে উৎসব।