সেই তেঁতুল তলা মাঠ নিয়ে এখনও হতাশা
নাগরিকদের প্রতিবাদের মুখে কলাবাগানের আলোচিত তেঁতুল তলা মাঠে থানা হয়নি। তবে সেটি শিশুদের খেলার জন্য কতটা উপযোগী, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
শিশু কিশোররা এখনও সেখানে যায়, কিন্তু সরকারি কোনো সংস্থা মাঠটি দেখভাল করে না। ময়লা আবর্জনা, পুলিশের নির্মাণ করা সীমানা প্রাচীর আর সরকারি সংস্থা ওয়াসার ফেলে যাওয়া নির্মাণ সামগ্রীর কারণে মাঠটি আসলে ভালো নেই।
২০২২ সালে মাঠ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়া উদীচী কর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ প্রিয়াংশুর চাওয়া, সরকারি কোনো সংস্থা মাঠটিকে রক্ষণাবেক্ষণ করুক, সেখানে শিশু কিশোরদের সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হোক।
তবে মাঠের মালিকানায় থাকা পুলিশের এ নিয়ে কোনো চিন্তা ও উদ্যোগ নেই। সিটি করপোরেশন বলছে, জমিটি তাদের তত্ত্বাবধানে নেই বলে তাদেরও কিছু করার নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাঠ দখল
- তেঁতুলতলা মাঠ