You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে মুখ থুবড়ে পড়েছে রজনীকান্ত অভিনীত ‘লাল সালাম’

তিনি তামিল সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন। ভারতীয় চলচ্চিত্রে চার দশকের বেশি সময় ধরে তাঁর রাজত্ব। তিনি অভিনেতা হিসেবে প্রচলিত অভিনয়ের নিয়ম মানেন না। তাঁর নিজস্ব অভিনয়শৈলী ভক্তদের কাছে তুমুল আলোচিত। তাঁকে বলা হয় জীবন্ত কিংবদন্তি, রজনীকান্ত। বছরের পর বছর তিনি সুপারহিট সিনেমা উপহার দিয়ে আসছেন।

রজনীকান্তের ছবিতে কেবল রজনীকান্তই থাকেন, গল্প নিয়ে কেউ মাথায় ঘামান না—অভিনেতাকে নিয়ে এটা প্রচলিত প্রবাদ। তবে ক্যারিয়ারের ১৬৯তম সিনেমায় এসে ছন্দপতন যেন। বক্স অফিসে এবার মুখ থুবড়েই পড়েছে স্পোর্টস ড্রামা ‘লাল সালাম’, যেখানে কাজে আসেনি দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের স্টারডমও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন