বিয়ের পরও কেন প্রয়োজন ‘একলা সময়’ বা ‘মি টাইম’
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১
জীবন যখন একই সুতায় বাঁধা পড়েছে, তখন একই সঙ্গে দুজন মানুষের পথ চলাটাই স্বাভাবিক। তবে সংসারের দায়দায়িত্ব ও দুই পরিবারের সবার প্রতি কর্তব্য পালন করতে করতে একসময় হাঁপিয়ে ওঠাটাও কিন্তু অস্বাভাবিক নয়। দুজন মিলে যেমন জীবনের সব চ্যালেঞ্জ সামলাতে হবে, তেমনি একান্ত নিজস্ব কিছু সময়ও কিন্তু কাটাতে হবে।
ব্যক্তিসত্তাকে একেবারে হারিয়ে যেতে দিলে কিন্তু মুশকিল। নিজস্বতা হারাতে থাকলে আপনাকে সহজেই গ্রাস করতে পারে হতাশা। সম্পর্কের ওপরেও পড়ে এর নেতিবাচক প্রভাব। নিজের জন্য যদি কিছুই না রাখেন, জীবনসঙ্গী হিসেবে একে-অন্যের সব চাহিদা মেটানোটাও একসময় বড্ড চাপের হয়ে দাঁড়াবে।
- ট্যাগ:
- লাইফ
- একান্ত সময়