উখিয়া ও টেকনাফ সীমান্তে সকাল থেকে থেমে থেমে গোলাগুলি

প্রথম আলো প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৭

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গতকাল সোমবার রাতে শান্ত পরিস্থিতি ছিল। কোনো গোলাগুলির শব্দ শোনেনি মানুষ। তবে আজ মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে এই দুই সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে।


স্থানীয় লোকজন বলছেন, পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তের ওপারে ঢেঁকিবনিয়া ও চাকমাকাটা এলাকায় গোলাগুলি হয়েছে। আজ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলি হয়েছে। তবে ভারী গোলাবর্ষণ ও মর্টার শেলের আওয়াজ শোনা যায়নি। অন্যদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া সীমান্তের ওপারেও গোলাগুলির শব্দ শোনা গেছে। এ সীমান্তেও আজ সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। গতকাল সোমবার রাতে দুই সীমান্তের কোথাও গোলাগুলি হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্তে গতকাল রাতে কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। আজ সকাল থেকে পরিস্থিতি শান্ত। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও