পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির আলোচনায় পিএমএল–এন ও পিপিপি

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪

পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো দল। তবে জোট গঠনের তৎপরতায় এগিয়ে রয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দফায় দফায় আলোচনায় বসছে তারা। জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির চিন্তাভাবনা করছে দুই দল।


গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও চার প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনের ভোট হয়। একটিতে ফল ঘোষণা স্থগিত হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) ঘোষিত ফলাফলে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসনে জয়ী হন। ৭৫ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরিফের পিএমএল–এন। এরপরই ৫৪ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। বাকি আসনগুলো অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। জাতীয় পরিষদে সরকার গঠন করতে ১৩৪ আসনের প্রয়োজন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও