বাসে চালক-সহকারীর তথ্য টাঙানো বাস্তবায়ন হয়নি ৬ বছরেও

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭

প্রায় ৬০ লাখ মানুষের বাস চট্টগ্রাম মহানগরীতে। নগরীতে চলাচল করে প্রায় সাড়ে তিন লাখ যান্ত্রিক যানবাহন। পাশাপাশি আছে তিন লাখের বেশি প্যাডেলচালিত রিকশা। এসব যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। নগরীজুড়ে যত্রতত্র পার্কিং, ট্রাফিক নির্দেশনা না মানা, অবৈধ যানবাহন চলাচল করার কারণে অব্যবস্থাপনা দেখা দিয়েছে নগর ট্রাফিক ব্যবস্থাপনায়। দুর্ঘটনা, প্রতারণা কিংবা যানজটে নাকাল হয়ে যার মাশুল গুনতে হচ্ছে নগরবাসীকেই। নগর ট্রাফিকের অব্যবস্থাপনা নিয়ে নিজস্ব প্রতিবেদক ইকবাল হোসেনের ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয়টি।


ছয় বছর পার হতে চললেও গণপরিবহনে চালক-সহকারীর নাম, ছবি, লাইসেন্স ও মোবাইল নম্বর সম্বলিত তালিকা টাঙানোর বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনার বাস্তবায়ন নেই চট্টগ্রামে। অনেক চালক-সহকারী এ বিষয়ে জানেনই না। কেউ আবার বাস্তবায়ন হলে ভালো হবে বলেই মনে করেন। যদিও এ নির্দেশনা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপই নেই নগর ট্রাফিক ও বিআরটিএর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও