‘খোদার প্রতিশোধে’ খুশি, তবু ফেরার প্রশ্নে রোহিঙ্গাদের ‘না’

বিডি নিউজ ২৪ কক্সবাজার জেলা প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪

নাফ নদী পেরিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের বিপর্যস্ত অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়ার ভিডিও এখন ঘুরছে রোহিঙ্গাদের মোবাইলে মোবাইলে। যাদের নির্যাতনের মুখে রোহিঙ্গাদের দেশ ছাড়তে হয়েছিল, তাদের এই অবস্থাকে ‘প্রকৃতির প্রতিশোধ’ বলছেন তারা।


ফেইসবুকের রোহিঙ্গা গ্রুপগুলোতে বিজিপি সদস্যদের ওই ভিডিওগুলো দিয়ে উচ্ছ্বাস জানাচ্ছেন তরুণরা। তবে দেশে ফেরার প্রশ্নে আরও নেতিবাচক হয়েছে তাদের অবস্থান।


মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে রোহিঙ্গাদের দেশে ফেরানো তো দূরের কথা, উল্টো বাংলাদেশে ঢুকতে চাওয়া রোহিঙ্গাদের ঠেকানোই নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।


কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্ত ঘেঁষা মিয়ানমারের ওপারের সংঘাতের আঁচ লেগেছে এপারেও। ওপারের গুলি, গ্রেনেড এসে এপারেও লোকজন হতাহত হয়েছে। তীব্র গোলাগুলির শব্দে এক পর্যায়ে ঘর ছাড়তে হয় আতঙ্কিত মানুষজনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও