You have reached your daily news limit

Please log in to continue


বাণিজ্য মেলার আসল উদ্দেশ্যই ‘নিরুদ্দেশ’

দেশি পণ্যকে বিদেশির সামনে পরিচিতি করা, আবার বিদেশি পণ্যের সঙ্গে স্থানীয় ক্রেতার যোগসূত্র ঘটানোর অভিপ্রায় নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) আবির্ভাব। তবে আন্তর্জাতিক এ মেলার বাস্তবিক হাল সবাইকে পোড়াচ্ছে।

‘দেইখা লন বাইছা লন, একদাম দেড়শ’– এভাবে ছন্দময় সুরে কোরাস করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফুটপাতের পণ্যের বিকিকিনি চলছে জম্পেশ। অস্বাস্থ্যকর খাবারের পসরা সাজিয়ে নাকের ডগায় ধুন্ধুমার ব্যবসা চালিয়ে যাচ্ছে ভুঁইফোঁড় রেস্তোরাঁ। চাটনির দোকানেরও আছে তর্জন-গর্জন। কদম ফেললে কোট-টাইয়ের বিরাট মূল্যহ্রাসের দোকানও ভূরি ভূরি। মেলার ভেতরে এসব দোকানের আধিক্যের কারণে জৌলুস হারাচ্ছে আন্তর্জাতিক এই মেলা।

পণ্যের মান ও অস্বাভাবিক দরের অভিযোগ যেন পিছু ছাড়ছে না। প্রতিবছর পাওয়া রপ্তানি আদেশের তথ্য নিয়েও আছে লুকোচুরি। এর ফলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আসল উদ্দেশ্যই হয়ে গেছে ‘নিরুদ্দেশ’। দেশের সবচেয়ে বড় এ মেলার নামের সঙ্গে ‘আন্তর্জাতিক’ শব্দটি জুড়ে দেওয়া হলেও গেল তিন দশকে সেই মানে পৌঁছাতে পারেনি। উদ্বেগজনক খবর হলো, এ বছর মেলায় বিদেশি স্টলের সংখ্যা আরও কমেছে। গেলবার ১২টি থাকলেও এবার নেমেছে ৯টিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন