কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অলিখিত ফাইনালে রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১১

আগামী ২৬ জুলাই থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের জনপ্রিয় প্রতিযোগিতা অলিম্পিক গেমস। যেখানে লাতিন আমেরিকা থেকে অলিম্পিকের ফুটবলে সুযোগ পাওয়ার দৌড়ে নেমেছিল ১০টি দল। আর মাত্র চারটি দেশ সেই লড়াইয়ে টিকে আছে, তাদের মধ্যে টিকিট পাবে দুই দল। শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে আজ (রোববার) ‘অলিখিত ফাইনালে’ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনা।


ভেনেজুয়েলার এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে স্টেডিয়ামে দিবাগত রাত আড়াইটায় (বাংলাদেশ সময়) দুই লাতিন জায়ান্ট পরস্পর মোকাবিলা করবে। কনমেবল অঞ্চলের অলিম্পিকের বাছাইপর্বে এটি দু’দলের শেষ ম্যাচ। চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। সে হিসেবে প্যারাগুয়ে অলিম্পিকে প্রায় এক পা দিয়ে রেখেছে। আর আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার জয়ী দল পাবে অলিম্পিকের টিকিট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও