মেলায় আসছেন, বই হাতে ছবি তুলছেন, চলেও যাচ্ছেন

বিডি নিউজ ২৪ সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪

অমর একুশে বইমেলার দ্বিতীয় সপ্তাহে ছুটির দিনে ছিল উপচেপড়া ভিড়; অন্যদিনের তুলনায় বেড়েছে বিক্রিও।


বইমেলায় এই বিপুল জনসামগমকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশক ও বিক্রেতারা। তবে এও বলছেন, ছুটির দিনে বিক্রি বাড়লেও তা লোকসমাগমের অনুপাতে বেশি নয়। অনেকে আসছেন, বই হাতে ছবি তুলছেন, এরপর চলে যাচ্ছেন।


শুক্র ও শনিবার মেলার সাতটি প্রবেশদ্বার দিয়ে মোট ২ লাখ ৮৫ হাজার মানুষ প্রবেশ করে বলে জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এর মধ্যে শুক্রবার প্রবেশে করেছে ১ লাখ ৬৯ হাজার ৫১৩ জন এবং শনিবার সেই সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৪৯৪ জন।


“সাতটি প্রবেশদ্বার দিয়ে যারা ঢুকেছেন, তাদের হিসাব অনুযায়ী এই সংখ্যা। কেউ কেউ হয়ত একাধিকবারও প্রবেশ করেছেন।”


ছুটির দিনে মেলায় বই কেনার চেয়ে ঘুরে বেড়ানো আর আনন্দ আড্ডাতেই মেতে থাকতে দেখা যায় আগতদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও