টেকনাফ সীমান্তের উত্তরপাড়ায় চার ঘণ্টা ‘বৃষ্টির মতো’ গুলি এসে পড়েছে
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং বাজার থেকে আধা কিলোমিটার পুবে উত্তরপাড়া এলাকা। সেখান থেকে মিয়ানমার সীমান্ত দেখা যায়। দূরত্ব ৩০০ গজের মতো। এই উত্তরপাড়ায় যেখানে আজ শনিবার সকালে সীমান্তের ওপার মিয়ানমার থেকে গুলি এসে পড়েছে, সেখান থেকে ১০০ গজ পশ্চিমে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সীমান্ত ফাঁড়ির অবস্থান।
সকাল সাড়ে ১০টার দিকে উত্তরপাড়ায় গিয়ে দেখা যায় লোকজনের জটলা। সবার চোখে-মুখে আতঙ্কের ছাপ। তাঁরা বলাবলি করছেন, গুলির শব্দে তাঁদের ঘুম ভাঙে। এরপর ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত চার ঘণ্টায় ওপার থেকে ‘বৃষ্টির মতো’ গুলি এসেছে। পুরোটা সময় কাটে তাঁদের আতঙ্কে।