হঠাৎ পিসিবিতে বাড়ছে অর্থের প্রবাহ, উৎস কী?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১

কিছুদিন আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন মহসিন নাকবি। দায়িত্ব নিয়েই বোর্ডের খোলনলচে বদলে দেওয়ার কাজ শুরু করেছেন তিনি। বোর্ডে অর্থের প্রবাহ বাড়াতে সম্প্রচার স্বত্ব বিক্রি, স্পনশরশিপ বিক্রিসহ শুরু করেছেন নানামুখী কাজ।


এর আগে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জাকা আশরাফ। তার সময়ে বলতে গেলে কোনো কাজই হয়নি। অর্থের প্রবাহ ছিল কম। দলের অবস্থাও ছিল নাজেহাল। নতুন চেয়ারম্যান আসার পর অবশ্য এখনো কোনো সিরিজ খেলতে নামেনি পাকিস্তান। তবে মহসিন যেসব কাজে হাত দিয়েছেন, তাতে মনে হচ্ছে, আগামীতে দলের অবস্থা ভালোই হবে। কারণ, অর্থের প্রবাহ বাড়লে খেলোয়াড়দের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও