You have reached your daily news limit

Please log in to continue


জয়াসুরিয়াকে ছাড়িয়ে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কা

১৩ বলে ১৩ রান দরকার। হবে তো? ১৩ বলে ১৩ রান করা খুব একটা কঠিন কাজ নয়। তারপরও তুমুল রোমাঞ্চ নিয়ে প্রশ্নটি সবাই করে যাচ্ছিল। কারণ একটাই, এই প্রয়োজনটা যে দলীয় নয়, একজন ব্যাটসম্যানের ব্যক্তিগত। আফগানিস্তানের বিপক্ষে আজ ডাবল সেঞ্চুরি থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কা তখন মাত্র ১৩ রান দূরে, ইনিংস শেষ হতে বলও বাকি ছিল ১৩টি। কিন্তু এই ১৩ বলে তিনি কত বল পাবেন, সে কারণেই প্রশ্নটি সবার মনে জেগেছিল।

অবশেষে সেই প্রশ্নের অবসান ঘটিয়ে বিশ্বের দশম এবং শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করলেন নিশাঙ্কা। এই কীর্তি গড়ার আগে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে। এতদিন ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জয়াসুরিয়ার। তাঁর ১৮৯ রানের ইনিংসটি নিশাঙ্কা ছাড়িয়ে যাওয়ার সময় জয়াসুরিয়া মাঠেই ছিলেন। হাততালি দিয়ে তিনি অভিনন্দন জানান উত্তরসূরিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন