কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ম্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও আবহাওয়ার তথ্য জানতে পারবেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৩

আইওএসের পর এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যও আবহাওয়ার তথ্য জানার সুবিধা চালু করছে গুগল ম্যাপস। নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েডে চলা যেকোনো যন্ত্রে গুগল ম্যাপসের মাধ্যমে নির্দিষ্ট স্থানের আবহাওয়ার তথ্য জানা যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন বলে জানিয়েছে গুগল।


নাইন টু ফাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার তথ্য জানার জন্য অবশ্যই গুগল ম্যাপসের হালনাগাদ সংস্করণের অ্যাপ ব্যবহার করতে হবে। এ সুবিধা চালু হলে গুগল ম্যাপস অ্যাপের সার্চ বারের নিচের বাঁ দিকে একটি ছোট বক্স দেখা যাবে। এই বক্সে আবহাওয়ার পাশাপাশি বায়ুর মানও জানা যাবে। চাইলে নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বৃদ্ধি বা কমার পূর্বাভাসও দেখা যাবে বক্সটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও