এবার চশমাতেও সফটওয়্যার আপডেট
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫১
রে-ব্যান এবং মেটার যৌথ প্রয়াসে তৈরি স্মার্ট চশমা এসেছে বেশ কয়েকদিন আগেই। যার মাধ্যমে গান শোনা, ছবি তোলা, কল রিসিভ করা, শর্ট ভিডিও করে ফেসবুকে শেয়ার করার মতো সুবিধা পাওয়া যায়। স্মার্ট চশমার ক্ষেত্রে হার্ডওয়্যার যেমন গুরুত্বপূর্ণ তেমনই উপযোগিতা বাড়াতে বড় অবদান রাখে সফটওয়্যার। তাই নতুন ফিচার্স যোগ করতে কোম্পানির তরফে রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের জন্য ভার্সন ২.০ সফটওয়্যার আপডেট ছাড়া হয়েছে।
এক প্রতিবেদনে টেকগাপ জানিয়েছে, রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসকে নয়েজ কমানো, স্বয়ংক্রিয়ভাবে এক্সপোজার এবং কালার রেন্ডারিংয়ের জন্য আপডেট করা হয়েছে। এখন এতে ফটো এবং ভিডিও কম আলোতে আরও তীক্ষ্ণ এবং পরিষ্কার দেখাবে। আর ড্রাইভিং ও অন-দ্য-গো ছবি ক্যাপচারের ক্ষেত্রে শার্পনেস এবং ডায়নামিক রেঞ্জে উন্নতি দেখা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সফটওয়্যার
- স্মার্ট চশমা