দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৩
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ দুটি—একটিকে বলা যায় দাঁতের নিজস্ব বা স্থানীয় কারণ। দ্বিতীয়টি শরীরের অন্য কোনো রোগের কারণে।
মাড়িতে ডেন্টাল প্লাক জমা থাকলে মাড়িতে প্রদাহের সৃষ্টি হয়ে মাড়ি ফুলে যায়। দাঁত মাজলে বা শক্ত কোনো খাবার খেলে অথবা সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত বের হয়। একে বলে পেরিওডেন্টাল ডিজিজ। যার দুটি স্তর রয়েছে। একটি হচ্ছে জিনজিভাইটিস এবং দ্বিতীয়টি পেরিওডনটাইটিস।
রক্তের ক্যানসার (লিউকেমিয়া), যকৃতের রোগ, রক্তের প্লাটিলেট কমে যাওয়া (ডেঙ্গু রোগে), রক্ত পাতলা করার ওষুধ সেবন (যেমন অ্যাসপিরিন, ডিসপ্রিন, ক্লোপিডগ্রেল) করলে অন্যান্য জায়গার মতো মাড়িতেও রক্তপাত হতে পারে। গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের কারণে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। সুতরাং মাড়ি থেকে রক্তক্ষরণকে সহজভাবে দেখলে চলবে না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রক্তপাত
- দাঁতের মাড়ি