পাসপোর্ট জমা দিলেন বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর পাসপোর্ট জমা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পাসপোর্ট জমা নেওয়া হয়েছে কট্টর ডানপন্থী এই নেতার।
গত বছরের জানুয়ারিতে ব্রাজিলের বিভিন্ন সরকারি ভবনে সমর্থকদের দিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় বলসোনারো ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি চালায় দেশটির পুলিশ।
দেশটির ফেডারেল পুলিশ জানিয়েছে, তারা ৩৩টি তল্লাশি অভিযান পরিচালনা করেছে। এ সময় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের সবার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অপরাধে তদন্ত চলছিল। মূলত ২০২৩ সালের ৮ জানুয়ারি প্রেসিডেন্ট প্রাসাদ, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট ভবনে বলসোনারোর সমর্থকদের তাণ্ডবের কারণে তল্লাশি অভিযান-পরোয়ানার এসব ঘটনা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাসপোর্ট
- জাইর বলসোনারো