কামড়ালে হতে পারে মৃত্যু, ভয় ধরাচ্ছে অগ্নি পিঁপড়া
অস্ট্রেলিয়ার একাধিক এলাকায় বন্যার সময় এক প্রজাতির পিঁপড়ার সারির একটি ছবি প্রকাশ্যে আসে। পানিতে মানুষের মতো ভেলা বানিয়ে একস্থান থেকে আরেক স্থানে যাচ্ছিল। এটি দেশটিতে ফায়ার অ্যান্ট সুপার কীট (অগ্নি পিঁপড়া) হিসেবে পরিচিত। এর কামড়ে মৃত্যু হতে পারে মানুষের।
ফায়ার অ্যান্ট পিঁপড়া যেখানে কামড় দেয় সেই জায়গা সাধারণত জ্বালাপোড়া করে থাকে। এদের হানায় স্থানীয় গাছপালা থেকে শুরু করে কৃষির ক্ষেত্রে ভয়ানক ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পিঁপড়ার চোয়াল খুব শক্ত ও তীক্ষ্ণ হয়। কামড় দেওয়ার সময় ফরমিক অ্যাসিড নামে এক ধরনের বিষাক্ত পদার্থ বের হয়ে আসে। এ কারণে কামড় দেওয়া স্থানে তীব্র জ্বালা, ফোলাভাব ও চুলকানি হয়।
- ট্যাগ:
- জটিল
- পিঁপড়া
- কামড়
- মৃত্যুর কারণ