সুপার লিগের বিরুদ্ধে ইউরোপের ২৬ দেশের সমঝোতা, নেই স্পেন
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮
বিতর্কিত সুপার লিগ প্রকল্পের বিরোধিতা করে একটি যৌথ ঘোষণায় সই করেছে ইউরোপের ২৬টি দেশ। তবে এর মধ্যে স্পেন নেই। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া সুপার লিগ প্রকল্প এগিয়ে নিতে যে দুটি ক্লাব এখনো অনড়, সেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা স্পেনেরই ক্লাব।
এএফপি জানিয়েছে, প্যারিসে উয়েফা কংগ্রেস সামনে রেখে উন্মুক্ত প্রতিযোগিতার প্রতি গুরুত্বারোপ করে একটি চিঠিতে সই করেছেন ইউরোপীয় দেশগুলোর ক্রীড়ামন্ত্রীরা। ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে সুপার লিগের নাম নিলেও মূলত এর বিরোধিতারই উদ্যোগ এটি।