নির্বাচনের ২ দিন পর পোস্টাল ব্যালট হাতে পান সুইজারল্যান্ড প্রবাসী
সুইজারল্যান্ড প্রবাসী খান মোহাম্মাদ বাকি উল্লাহ বরিশাল-৩ সংসদীয় আসনের ভোটার। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিয়ম মেনে তফসিল ঘোষণার পরপরই বরিশালের রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন তিনি।
বাকি উল্লাহ বলছেন, আবেদন করার পর তিনি ডাকযোগে বাংলাদেশ থেকে পাঠানো ব্যালটপেপার ও আনুষঙ্গিক কাগজপত্র পেয়েছেন ভোটের দুদিন পর, অর্থাৎ ৯ জানুয়ারি। খামের ওপর লেখা তারিখ দেখে জানা যায়, বাংলাদেশ থেকে সেটা পাঠানো হয়েছে ৩ জানুয়ারি।
এমন পরিস্থিতিতে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও বাকি উল্লাহ এবারের নির্বাচনে ভোট দিতে পারেননি।
শারীরিকভাবে সরাসরি ভোটদানে অসমর্থ ভোটাররা আগে ব্যালট পেপার সংগ্রহ করে কিছু প্রক্রিয়া মেনে তা ডাকযোগে প্রেরণ করে ভোট দেওয়ার পদ্ধতিকে বলা হয় পোস্টাল ব্যালট ভোট।
ঢাকার নির্বাচন কমিশন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে, এবারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ১০ হাজারের মতো আবেদন জমা পড়েছিল। ভোট দিয়েছেন মোট ১ হাজার ৯৪০ জন। তবে এর মধ্যে কতজন প্রবাসী ভোটার ও কতজন দেশে থেকেই ভোট দিয়েছেন সে তথ্য আলাদাভাবে পাওয়া যায়নি।