হঠাৎ চেপে বসা এক যুদ্ধ
উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত রেখা ধরে অনেকটা দণ্ডাকৃতির একটি গ্রাম, নাম রহমতের বিল। মিয়ানমারে চলা যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকদিন ধরেই আলোচনায় বাংলাদেশের এই গ্রাম।
সীমান্তের ওপারে গোলাগুলির কারণে এই গ্রামের অনেকে ঘর ছেড়েছিলেন। কিন্তু ক্ষেতের ফসল আর গরু-ছাগল রেখে কৃষক পরিবার আর কয়দিনই বা ঘরের বাইরে থাকতে পারে। জীবনের ঝুঁক থাকলেও আবার তারা ফিরে এসেছেন। এ যেন অন্যরকম এক যুদ্ধ’ তাদের জন্য।
বুধবার গ্রামের একটি মাটির বাড়ির টিনের দরজা খোলা দেখে উঠানে গিয়ে ডাক দিতেই বেরিয়ে আসেন পারভীন আক্তার। দরজায় তখনও বস্তাটা রাখা, কেবলই ফিরেছেন থাইংখালির ভাইয়ের বাড়ি থেকে। জানালেন, গোলাগুলির মধ্যেও বাড়িতে ছিলেন। তবে মঙ্গলবার ঘরের ভেতরে গুলি ঢোকার পর আর সাহস হয়নি। চার মাসের মেয়েকে বুকে আর দুই ছেলে-মেয়ের হাত ধরে ঘর ছেড়ে ভাইয়ের বাড়িতে গিয়ে উঠেছিলেন।
মিয়ানমারের রাখাইনে দেশটির সেনা ও বিদ্রোহীদের যুদ্ধের মধ্যে সীমান্তের এপারে আতঙ্কজনক পরিস্থিতি চলছে কয়েকদিন ধরে। সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়ি এবং সরকারি আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠছেন।