You have reached your daily news limit

Please log in to continue


অন্যের বিপদে বারবার ফোন করে বিড়ম্বনা বাড়াচ্ছেন না তো?

বিপদ কখনো বলেকয়ে আসে না। তবে বিপদ এলে আমরা অনেক কথাই বলি, অনেক কাজই করি। বিপদে যেমন মুঠোফোনে সাহায্য চাওয়া এবং পাওয়া যায়, তেমনি অনেক সময় মুশকিলের কারণও হয়ে ওঠে। এই ধরুন, কেউ তাঁর আপনজনকে নিয়ে হাসপাতালে ছুটছেন। সেই মুহূর্তে বারবার বেজে উঠতে থাকল তাঁর ফোন। বিপদের খবর পেয়েই শুভাকাঙ্ক্ষীরা ফোন করছেন, উৎকণ্ঠিত হয়ে জানতে চাইছেন পরিস্থিতি। কিন্তু সেই মুহূর্তে তিনি ফোন ধরবেন, নাকি আপনজনের চিকিৎসার ব্যবস্থা করবেন!

রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, ‘কারও বিপদের খবর শুনে ফোন করার আগে কিছু জিনিস বিবেচনায় নিন। যাঁকে ফোন করতে চাচ্ছেন, তিনি সেই মুহূর্তে কোথায় থাকতে পারেন, ঠিক কী পরিস্থিতির ভেতর দিয়ে যেতে পারেন, উপলব্ধি করার চেষ্টা করুন। বিপদে অন্যের পাশে দাঁড়ান তাঁর প্রয়োজন বুঝে। যিনি সামনে থেকে বিপদটা সামলাচ্ছেন, তাঁর সঙ্গে সেই সময় এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে আপনার অসহিষ্ণুতা প্রকাশ পায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন