You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থানা দিয়ে সিএমপির আওতায় আনার উদ্যোগ

থানার সংখ্যা আর সীমানা দুটোই বাড়াতে চাইছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি); বর্তমানে নগরীর ১৬টি থানাকে বাড়িয়ে ২০টি করার পাশাপাশি জেলার ১২টি ইউনিয়নকে নিজেদের সীমানায় এনে আরও চারটি থানা করার প্রস্তাব দিয়েছে তারা।

এর মধ্যে হাটহাজারী উপজেলার ফতেপুর ও চিকনদণ্ডী ইউনিয়ন নিয়ে বিশ্ববিদ্যালয় থানা করার প্রস্তাব দিয়েছে সিএমপি কর্তৃপক্ষ। এ অংশটি এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে।

থানা ও সীমানা বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সিএমপির অধীনে থানার সংখ্যা ১৬টি থেকে বেড়ে হবে ২৪টি।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) এসএম মোস্তাইন হোসাইন বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দফায় আমরা থানা বাড়ানোর প্রস্তাব দিয়েছি। এর মধ্যে বর্তমান কর্ণফুলী, পতেঙ্গা, পাহাড়তলী, আকবর শাহ ও চান্দগাঁও থানাকে পুনর্বিন্যাস করে নতুন চারটি থানা করার প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন