You have reached your daily news limit

Please log in to continue


নবজাতককে কখন গোসল করাবেন?

জন্মের পরপরই অনেকে শিশুকে গোসল করানোর জন্য অস্থির হয়ে পড়েন। তাদের ধারণা, যত দ্রুত শিশুর শরীরের ময়লা পরিষ্কার করা যাবে, ততই মঙ্গল। আবার অনেকে মনে করেন, চুল কাটার পর কিংবা নাভি পড়ার পর গোসল করানো উত্তম। 

চিকিৎসাবিজ্ঞান বলে, স্বাভাবিক শিশুদের জন্মের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর গোসল করানো উচিত। এর আগে গোসল করানো ঠিক নয়। শিশুকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত গোসল করাতেই হবে। শীতকালে আবার ঘন ঘন গোসল না করালেও চলে। এ সময় মলত্যাগ ও প্রস্রাবের পর শিশুকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। প্রস্রাব বা মলত্যাগ করার পর শিশুকে গোসলের উদ্যোগ নিতে হবে।

এ সময় ঘর বা বাথরুমের তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে, তা দেখে নিতে হবে। যিনি গোসল করাবেন, তাঁর হাত ভালোমতো ধুয়ে নিতে হবে। গোসলের জন্য আগে থেকেই বাথটাব বা গামলাতে স্বাভাবিক তাপমাত্রার অথবা শীতকালে কুসুম গরম পানি তৈরি রাখুন। শিশুর গা মোছানো ছাড়াও ভেজা শরীর ধরার জন্য বাড়তি কাপড় বা টাওয়েল পরিধেয় কাপড়ের সঙ্গে রাখুন। গোসলের আগে শিশুর কাপড়চোপড় খুলে মলমূত্র থাকলে তা পরিষ্কার করে তার পর বাথটাবে নামাতে হবে। 

অনেকে গোসলের পানিতে সামান্য ডেটল বা স্যাভলন দিয়ে থাকেন। অনেকে আবার বাড়তি সতর্কতা হিসেবে ব্যবহার করেন নিমপাতা। 
আসল ব্যাপারটি হলো, পানি হতে হবে স্বচ্ছ ও পরিষ্কার। নাভি যাতে না ভেজে, সেদিকে বাড়তি খেয়াল রাখা চাই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন