স্বতন্ত্র সংসদ সদস্যদের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রণ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বিশেষ বর্ধিত সভায়। আগামী শনিবার দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের শীর্ষস্থানীয় নেতারা গণভবনে এই বিশেষ বর্ধিত সভায় বসছেন। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, গত ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ‘কৌশলে’ দলে যে বিভেদ তৈরি হয়েছে, তা মেটানোর উদ্যোগের অংশ হিসেবে স্বতন্ত্র সংসদ সদস্যদের বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকে সারা দেশ থেকে তিন হাজারের বেশি দলীয় নেতা অংশ নেবেন। বৈঠক থেকে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলের বিভেদ যেন আর না বাড়ে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।