You have reached your daily news limit

Please log in to continue


ঘর ছাড়ার আতঙ্ক উসকে দিল মিয়ানমারের যুদ্ধের গোলায় মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে আসা গোলার আঘাতে দুজনের মৃত্যুর পর গ্রামের বাসিন্দারা ভয় আর আতঙ্কের মধ্যে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন।

কয়েকদিন ধরেই ওপারে যুদ্ধ পরিস্থিতির কারণে তুমব্রু সীমান্তের মানুষ আতঙ্কগ্রস্ত ছিলেন। রাস্তাঘাটে যানবাহনের পাশাপাশি লোকজনের চলাচলও ছিল সীমিত। এলাকার দোকানপাট ও স্কুলগুলো ছিল প্রায় বন্ধ।

এ পরিস্থিতিতে এলাকায় মর্টার শেল ও গুলি এসে কয়েকজন আহত হওয়ার ঘটনার মধ্যে সোমবার দুজনের মৃত্যু হয়। এরপর মানুষজন সীমান্তবর্তী বাড়িঘরকে আর নিরাপদ ভাবছেন না; নিজ বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা বলছেন, এখনও তারা গোলাগুলি ও মর্টার শেলের আওয়াজ শুনতে পারছেন। সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে; আবার বিদ্রোহীরাও পাল্টা গুলি চালাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন