সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহ আরো ২ দিন

বিডি নিউজ ২৪ তেঁতুলিয়া প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬

তিন দিন আগের রেকর্ড ভেঙে এই শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত মঙ্গলবার চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুদিন শৈত্যপ্রবাহের এমন অবস্থা বিরাজ করবে। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও